এইচ৫এন১ ফ্লুতে কানাডায় প্রথম মৃত্যু
উত্তর আমেরিকায় এইচ৫এন১ বার্ড ফ্লুতে প্রথম একজনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছেন কানাডার স্বাস্থ্য কর্মকর্তারা। মারা যাওয়া এই ব্যক্তি কানাডার আলবের্তা রাজ্যের বাসিন্দা। সম্প্রতি তিনি বেইজিং গিয়েছিলেন। কানাডার স্বাস্থ্যমন্ত্রী রোনা অ্যামব্রোজ একথা জানিয়েছেন। তবে ফ্লুতে এ মৃত্যুকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ আখ্যা দিয়ে তিনি বলেন, এ থেকে সাধারণ মানুষের ঝুঁকির মুখে পড়ার তেমন আশঙ্কা নেই। আলবের্তায় এ মৌসুমে সোয়াইন ফ্লু কিংবা এইচ১এন১ ফ্লুতে ১০ জনের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা...
Posted Under : Health News
Viewed#: 28
See details.

